✅রোগীর পাতলা বা কষা কারো ক্ষেত্রে উভয়টি দেখা দিতে পারে।
✅পেটে ভুটভাট, পেট ফাঁপা, পেট ফুলে যেতে পারে।
✅পেটে প্রচুর গ্যাস হতে পারে,ওজম কমে যেতে পারে।
✅খাবারের পর পেট মুচোড় দিয়ে বাতরুম যাওয়া লাগতে পারে।
✅প্রচুর পরিমাণে সাদা আম,মিউকাস,আমাশা যেতে পারে।
✅কারো ফেনাফেনা,বিজল যেতে পারে।
✅মেজাজ অলটাইম খিটখিটে থাকে।কাজের প্রতি অনিহা।
✅শরীর একদমে শক্তি থাকে না।
✅অবিবাহিতরা বিয়ে করতে ভয় করেন।
✅বিবাহিতরা যৌন ক্ষমতা কমে যায়।
✅কারো পায়খানা ৮-১০বার হতে পারে।
✅অনেকের অল্প অল্প নরম বা কাঠালো জাতীয় পায়খানা হতে পারে।
✅অনেকের টয়লেট বারবার যেয়েও ক্লিয়ার নাও হতে পারে।
✅অনেকের কষা হতে পারে।