লিভার সিরোসিস নিয়ে কিছু কথা

লিভার-সিরোসিস-নিয়ে-কিছু-কথা

সারা বিশ্বের তুলনায় আমাদের দেশে লিভার সমস্যার রোগী দিন দিন বেড়ে চলছে। লিভার সিরোসিস শব্দটি প্রথম বর্ণনা করেন বিখ্যাত ফরাসি বিজ্ঞানী – ডা. রিনে লেনেক ১৮১৯ খ্রিস্টাব্দে।
শব্দটি এসেছে গ্রিক শব্দ কিরাস থেকে। যার শাব্দিক অর্থ তামাটে হলুদ অমসৃণ রং যা লিভারের দীর্ঘস্থায়ী প্রদাহে রোগীর শরীরে দেখা যায়।
আমরা জানি যকৃত বা লিভার হলো মানুষের শরীরের একটি অতি প্রয়োজনীয় অঙ্গ। পিত্ত নিঃসরণের মাধ্যমে খাবার হজম হতে শুরু করে শরীরের যাবতীয় বিপাকীয় কার্যাবলির দ্বারা সম্পাদিত হয়। ফলে লিভারের অসুস্থতার ফলাফল হয় ব্যাপক ও ভয়াবহ। অনেক রকম লিভার সিরোসিস হত পারে।

লিভার সিরোসিস :

সিরোসিস বা লিভার সিরোসিস নামক রোগটির কথা আমরা অনেকেই জানি।কিন্তু জন্ডিস কথাটি শুনলে আমরা যতটা বিচলিত হয়, লিভার সিরোসিস কথাটি আমাদের ঠিক ততটা বিচলিত করে না। অথচ বিশ্বব্যাপী অন্তত ৫০ মিলিয়ন এবং বাংলাদেশে প্রায় ৫ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত।
এই রোগে লিভার তথা যকৃতের শেষ পর্যায়ের দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে এর স্বাভাবিক কাঠামো স্থায়ীভাবে বিনষ্ট হয়।
ফলে এর কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে। এক পর্যায়ে লিভার দুর্বলতাজনিত জটিলতায় রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে।
লিভারের নিস্ক্রিয়তা, লিভার ক্যান্সার ও লিভার জনিত মৃত্যুর অন্যতম কারণ হলো এই সিরোসিস।

লিভার সিরোসিসের কারণ:

সিরোসিসের কারণগুলো বিভিন্ন ধরণের হতে পারে। বাংলাদেশে লিভার সিরোসিসের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি ভাইরাস, আর এর পরেই রয়েছে ফ্যাটিলিভার। নানা কারণে হয়ে থাকে। যেমন – ডায়বেটিস, রক্তে বেশি থাকা, অতিরিক্ত ওজন,উচ্চরক্তচাপ, হাইপোথাইরয়েডিজম ইত্যাদি।
এক গবেষণায় জানা যায়, ফ্যাটি লিভারে আক্রান্ত প্রায় ৩০ শতাংশ রোগী পরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়।
তবে কারণ যাই হোক, নূন্যতম ৬ মাসব্যাপী প্রদাহ না হলে লিভারের স্বাভাবিক কাঠামোর পরিবর্তন হয় না।
লিভার সিরোসিস হতে সময় লাগে কমপক্ষে ৪-১০ বছর। বাংলাদেশে সিরোসিসের প্রধান কারণ শরীরে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ। এ ছাড়া আরও কারণ রয়েছে –

 

    • হেপাটাইটিস ‘সি’ ভাইরাস সংক্রমণ

    • লিভারের অতিরিক্ত চর্বি

    • অতিরিক্ত মদ্যপান

    • ইমিউনোলজিক্যাল রোগ: অটোইমিউন লিভার ডিজিজ

    • প্রাইমারি বিলিয়ারি সিরোসিস

    • জেনেটিক / বংশানুক্রমিক রোগ, যেমন- হেমোক্রমাটোসিস, উইলসন্স ডিজিজ

    • অজ্ঞাত কারণগুলো

লিভার সিরোসিসের লক্ষণসমূহ:

দুর্বলতা, সহজেই ক্লান্ত হয়ে পড়া, জ্বর জ্বর ভাব, পেটের ডান পাশে ব্যথা, দাঁতের মাড়ি বা নাক থেকে রক্ত পড়া, ঘনঘন পেটের সমস্যা পরে লিভার সিরোসিস আরও জটিল আকার ধারণ করতে দেখা যায়।
পেটে পানি আসার কারণে পেট ফুলে যাওয়া, জন্ডিস, অজ্ঞান হওয়া, রক্তবমি, পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, ফুসফুসে পানি আসা, কিডনি ফেইলিউর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *