আপনার শরীরের উপযোগী খাবারের তালিকা প্রদান করা হবে
কোন খাবার বা অভ্যাস আপনার সমস্যার মূল কারণ, তা চিহ্নিত করা
কেমিক্যাল নয়, প্রাকৃতিক উপাদানের মাধ্যমে সমস্যা সমাধান
উত্তর: আইবিএস সি পাাওডারটি প্রতি ১০০গ্রামে রয়েছে কেনুয়া,ত্রিফলা,জিরা,ধনিয়া,সেনালিফ ও বেলসুটসহ নানা উপকারী উপদান।
উত্তরঃনা,এর কোন পাশ্বপ্রতিক্রিয়া নাই।ডায়াবেটিস, প্রেসার,হাটের প্রবলেম,গর্ভবতী মা, ২বছরের শিশুরাও নিরাপদে আইবিএস পাওডার ব্যবহার করতে পারে।তবে জটিল কঠিন রোগ থাকলে আপনি আমাদের পরামর্শ নিয়ে সেবন বিধি জেনে খাবেন।তাতে আপনার সমস্যা নিরাপদ ভাবে চলে যাবে ইনশাআল্লাহ।
উত্তর :IBS C প্যাকেজে আইবিএস সি পাওডার এবংআপনার সমস্যা বিবেচনা করে আরো দুই থেকে ৩টি প্রডাক্ট দে্ওয়া হয়।
উত্তর:দেখুন আমরা আল্লাহর সৃষ্টিজীব।আমাদের সকল ভালো মন্দ একমাত্র তিনিই নিয়ন্ত্রন করেন।যদি বলি আপনি ভালো হবেন গ্যারান্টি দিচ্ছি আর আল্লাহ যদি মনে করেন বান্দা তোমার কেরামতি দেখাচ্ছি কিভাবে ভালো হয়!আল্লাহ যদি আমাদের প্রতি নারাজ হন তাহলে প্রথিবীর কোন মেডিসিনে,কোন নিয়মে কাজ হবে অপনি বলেন!!সুতরাং আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি সে কারণে আমরা গ্যারান্টি দেই না।তবে যারা আমদের নিয়মে চলে তারা আলহামদুলিল্লাহ ভালো হবেন বা হচ্ছে ইনশাল্লাহ।এ কারণে আমরা অনেক স্থানে বলেছি পরিপূর্ণ আমাদের লাইফস্টাইল মানলে আপনি বিনা মেডিসিনে মাত্র ৭-১০দিনে আপনার সমস্যাগুলো কমতে আরম্ভ করবে ইনশাআল্লাহ।নিয়ম শুরু করতে তো আপনার টাকা লাগছে না তাহলে শুরু করতে সমস্যা কোথায়????আপনার কোন নিয়ম বুঝতে সমস্যা হলে আমাদের হোয়াটসএ্যাপ নাম্বারে যোগাগোগ করুন,আমরা আপনোকে সহযোগিতা করব ইনশাআল্লাহ।
উত্তর:প্রশ্নঃআইবিএস কতপ্রকার
উত্তরঃআইবিএস ৩প্রকার।যথা(১)আইবিএস ডি তথা ডায়রিয়া, পাতলা,নরম ও আমাশা যুক্ত পায়খানা হবে।
(২)আইবিএস সি তথা কোষ্ঠকাঠিন্য,বাধাবাধা,অল্প অল্প,আঠালো ও ক্লিয়ার হয় না এমন পায়খানা হবে।
(৩)আইবিএস এম তথা (কষা+ডায়রিয়া) উভয়টি হবে।কখনো কষা কখনো ডায়েরি নরম পাতলা পায়খানা হবে।
উত্তর:আমাদের বৈশিষ্ট্য
✅প্রতিটি রোগীর সমস্যা যত্নসহকারে রেজিষ্ট্রার খাতায় লিখা হয় ও সেভাবে মেডিসিন দেওয়া হয়।
✅ প্রতিটি রোগীকে হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয় ও ফ্রী কনসালট্যান্ট দেওয়া হয়।
✅প্যাকেজের আওতায় সকল রোগীর পলিপাস ও পাইলসের জন্য ফ্রী মেডিসিন দেওয়া হয়।
✅সরাসরি ডাক্তারের সাথে কথা বলার অনুমতি দেওয়া হয়।
✅দেশ বিদেশে থেকেও আপনি ফ্রী কনসালট্যান্ট নিতে পারবে।
উত্তর:প্যাকেজের প্রথম সুবিধা হলো,আপনার আইবিএস এর সাথে নাকে পলিপাস,পায়ুপথের যে কোন সমস্যা থাকলে ফ্রি মেডিসিন দেওয়া হয়।অতিরিক্ত টাকা নেওয়া হয় না।
উত্তর:আমরা আইবিএস এর চিকিৎসা দিয়ে থাকি।পাশাপাশি আইবিডি,আলসার,পাইলস,অর্শ,ফেস্টুলা,নাকের পলিপাস এর চিকিৎসা দিয়ে থাকি।
✅✅নিউ গাইডলাইন✅✅
IBS C রোগীদের প্রথম ৩মাসের গাইড লাইন(২য় সংস্কারন) জানুয়ারী ২০২৪ইং
✅✅যারা লাখ লাখ টাকা IBS C এর জন্য নষ্ট করছেন তাদের জন্য নিন্মের নিউ গাইডলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ৭দিনে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ।
✅১.শাহী হালিম বীজ +ফ্লাকসিড বীজ+তুলসি বীজ +চিয়া বীজ +ইসবগুল বীজ+তকমাবীজ+ব্লাককুমিন বীজ সমপরিমাণ একত্রে করে ২চা চামচ এক গ্লাস পানিতে ৪০মিনিট ভিজিয়ে রেখে খাবেন খাবারের পর দিনে ১-৩বার(প্রয়োজনমত)
✅২.ত্রিফলা ১টি করে ভিজিয়ে রেখে সকালে খালিপেটে সপ্তাহে ২-৩দিন খাবেন।
✅৩.এলাচ,দারুচিনি,লবঙ্গ ২টি করে ১গ্লাস পানিতে সকালে ভিজিয়ে রেখে সপ্তাহে ২-৩দিন বিকেলে খাবেন।
✅৪.বেলের শরবত একগ্লাস করে ১দিন পর পর খাবেন
✅৫.পর্যাপ্ত পরিমান ২টাইম সালাত খাবেন।
✅৬.পাকা পেঁপে ও কাচা পেঁপের তরকারি অন্যান্য সবজির সাথে রাখবেন এবং খাল-বিল-নদী-সামুদ্রিক মাছ ,দেশি মুরগীর মাংস,দেশি মুরগীর ডিম খাবেন।
✅৭.চালকুমড়ো যার উপরে সাদা লিয়ার পড়ে যার ওজন ২কেজির উপরে এরুপ ১০০-১৫০গ্রাম উপরের লিয়ার ফেলে কুচিকুচি করে কেটে ব্লিন্ডার করে শুধু পানিটুকু ছেকে সকালে খালিপেটে ৭-১০দিন বা প্রয়োজনমত খাবেন।বাকীটুকু ফ্রীজে নরমালে রেখে পরের দিনগুলোতে পান করতে পারবেন।
✅৮.সকালের নাস্তাঃ- রাত্রে সাদা চাউলের ভাত (১০-১২ঘন্টা)বিশুদ্ধ পানিতে পরিস্কারন পাত্রে ভিজিয়ে রেখে সকালে পানিসহ বিটরুট ভাজি,পেপে কলা বিভিন্ন রকম সবজি,তরকারি যেগুলো সুট করে সেগুলো দিয়ে পান্তা ভাত পিয়াজসহ মজা করে খাবেন(৩মাস)
✅৯.দুপুরের খাবারঃ- প্রথমে যে তরকারি বা সবজিগুলো আপনার সহ্য হয় সেগুলো ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাবেন।এরপর ১প্লেট গরম লালচাউল বা সাদা চাউলের ভাত খান।
✅১০.রাত্রের খাবারঃ-প্রথমে যে তরকারি বা সবজিগুলো আপনার সহ্য হয় সেগুলো ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খান।এর পর মাগরিব পরেই ঘুমানোর ৩/৪ঘন্টা আগে সাদা চাউলের বা লাল চাউলের গরম ভাত খাবেন ১প্লেট।
খাবেন।
উত্তর:আইবিএস অর্থাৎ যাদের পেটের বিভিন্ন সমস্যা রয়েছে।ডাক্তার বাবুর কাছে গেলে সকল পরীক্ষা করার পরও রোগ ধরা পড়ে না অথচ পেটের ভিতরে জটিল কিছু অনুভুত হচ্ছে তাকেই আমরা আইবিএস তথা(Irritable Bowel Syndrome)বিরক্তিকর পেটের সমস্যা বলছি।
✅✅IBS(Irritable Bowel Syndrome)বিরক্তিকর পেটের সমস্যার প্রথমিক লক্ষণঃ-
➡️রোগীর পাতলা পায়খানা বা কষা পায়খানা দেখা দিতে পারে।
➡️পেট ভুটভাট, পেট ফাঁপা, ফুলে যেতে পারে।
➡️পেটে প্রচুর পরিমানে গ্যাস হয়।
➡️খাবারের পর পেট মুচোড় দিয়ে বাতরুম যাওয়া লাগতে পারে।
➡️প্রচুর পরিমানে সাদা সাদা থকথলে আম যেতে পারে।
➡️কারো ফেনা ফেনা যায়।কারো খাবারের পর পেট ব্যথা করে।
➡️কারো কারো আবার খালি পেট হলেই পেটে চিনচিন,ঘিনঘিন অসহ্যকর ব্যথা করে।
➡️কারো ক্ষেত্রে রক্ত আমাশা বা বিজল দেখা যেতে পারে।
➡️কোন খাবার একদম হজম হতে চায় না এমনকি পানি,ক্যাপসুলের আবরণও অনেকের হজম হয় না।
✅✅বিঃদ্র ঃ-এই অবস্থায় অনেকে গ্যাস্টিকের🚫 নিয়মিত ঔষধ খেয়ে খেয়ে পাকস্থলীর হাইডোক্লোরিক এসিড নষ্ট করে দেয়। অপরদিকে মুড়িমুড়কির মত এন্টিবায়েটিক 🚫খেয়ে কোলনের গুড ব্যাকটেরিয়াও কমতে থাকে🚫একসময় কোন ঔষধে কাজ করে না।কারো ক্ষেত্রে আলসার দেখা দেয়।কারো কারো ক্যনসার দেখা দেয়।
✅✅আইবিএস রোগীদের মারাত্মক অবস্থা ঃ-
➡️অবিবাহিতরা বিয়ে করার ক্ষমতা হারিয়ে ফেলে।
➡️বিবাহিতদের যৌন ক্ষমতা কমে যায়।
➡️মেজাজ অলটাইম খিটমিটে থাকে।
➡️কাজের প্রতি অনিহা ।
➡️কারো অধীনে চাকুরী করার মানসিকতা থাকে না।
➡️একটুতেই মেজাজ গরম হয়ে যাবার কারনে পরিবারে অশান্তি বিরাজ করে।
➡️সবকিছু পেয়েও যেন পৃথিবীতে নিজেকে অসহায় মনে হয়।
➡️অনেকে কর্ম হারায় বিদেশে থাকতে পারে না।
➡️দীর্ঘদিন এই রোগে ভুগলে নার্ভের সমস্যা হয়
➡️কোমরে ব্যথা অনুভত হয়।সাথে শরীরে বাথ্যা করে।
➡️কারো ক্ষেত্রে মাসে ২/৩বার পাতলা পায়খানা যেতে পারে।এটা দিনে ৮/১০বারও হতে পারে।
উত্তর:জি প্রডাক্টটি শতভাগ নিরাপদ রির্পোট দেখুন…..
প্রোডাক্টের নিয়মিত মূল্য: 2200 টাকা
ডিস্কাউন্ট অফারে বর্তমান মূল্য: 1900টাকা
নিচের ফর্মে আপনার নাম, মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা লিখে ” কনফার্ম অর্ডারে “ ক্লিক করুন,কিছু ক্ষেত্রে এডভান্স করতে হতে পারে